অগ্রণী ব্যাংক ময়মনসিংহ অফিসার্স কল্যাণ সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৮:২০ পিএম
অগ্রণী ব্যাংক ময়মনসিংহ অফিসার্স কল্যাণ সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক ময়মনসিংহ অফিসার্স কল্যাণ সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা: অগ্রণী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশেষ সহকারী।

বিশেষ বক্তা ছিলেন বিএনপির প্রচার সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শামসুজ্জামান মেহেদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো.এমদাদুল আলম রনি এবং পরিচালনায় ছিলেন জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পিএলসি-এর নির্বাহীগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।