রাজধানীতে রিকশা নিয়ন্ত্রণে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৩২ এএম
রাজধানীতে রিকশা নিয়ন্ত্রণে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’

রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে স্থাপন করা হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’, যা রিকশার চাকা আটকে দেবে এবং সড়কে প্রবেশ বাধাগ্রস্ত করবে।

শনিবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা থানার সামনে পরীক্ষামূলকভাবে প্রথম ‘রিকশা ট্র্যাপার’ বসানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের রমনা জোনের উপকমিশনার মোস্তাফিজুর রহমান জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য সড়কেও এটি স্থাপন করা হবে।

তিনি আরও জানান, ট্র্যাপারের কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএইচ