ড. খলিলুর রহমান

সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৫:০১ পিএম
সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়

সম্প্রতি চীন সফরকালে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন, তা নতুন নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমান বলেন, ‘সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন; সেটা শুধু এবারই বলেননি, আগেও বলেছেন। কানেকটিভিটি এ অঞ্চলের সম্ভাবনা বাড়িয়ে দেবে। আমরা এটা জোর করে চাপিয়ে দেব না।’

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে মিটিংটা হতে পারে। এটা নিয়ে আগ বাড়িয়ে বলার সুযোগ নেই। এই আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, আমরা পরবর্তী সময়ে চেয়ারম্যান হতে যাচ্ছি। তাই সবাই চাইবে আমাদের সঙ্গে আলোচনা করার।’

রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কিছু ফোকাস ঠিক হয়েছে। সেগুলো এগিয়ে নিতে আমরা কাজ করব। একক শক্তিতে এটি করার চেয়ে রিজিওনাল কো-অপারেশনে এটা করা সহজ হবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে বিমসটেকে আলোচনার সুযোগ নেই। তবে আমরা যেখানে সুযোগ পাব সেখানেই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করব।’

বিআরইউ