ঈদের দীর্ঘ ছুটির কাটানোর পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। অনেকেই গ্রামের বাড়ি থেকে ফিরছেন ঢাকায়। বাস, ট্রেনসহ অন্যান্য যানবাহনে করে মানুষ নিজ কর্মস্থলে যোগ দেয়ার জন্য চলে আসছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাসে করে বাস টার্মিনালে এসে নামছেন মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বা একা এসেছেন।
এদিকে কিছু যাত্রীকে রাজধানী ছাড়তেও দেখা গেছে। মূলত ঈদে বাড়ি যেতে না পেরে, তারা এখন যাচ্ছেন। তবে, বাস টার্মিনালে গুটিকয়েক যাত্রীকে রাজধানী ছাড়তে দেখা গেছে।
পূর্বাশা পরিবহনের ম্যানেজার মো. রুস্তম বলেন, এখন যাত্রীর সংখ্যা একেবারেই কম। ভোর থেকে এখন পর্যন্ত মাত্র ১৫-১৬ জন যাত্রী পেয়েছি। তবে, ভোররাত থেকে এখন পর্যন্ত আনুমানিক ৫ টা বাস টার্মিনালে এসে পৌঁছেছে।
ফুরকান নামের একজন যাত্রী বলেন, ঈদ পরিবারের সঙ্গে করেছি। খুব ভালোও লেগেছে। বাড়িতে অনেক আনন্দ-ফুর্তি করেছি। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছি। কিন্তু, কর্মস্থলে যোগ দেয়ার জন্য চলে আসলাম। এখন সবকিছুই স্মৃতি হয়ে গেছে। ঈদের সময় কাটানো সময়গুলোকে খুব মিস করছি।
বিজয় নামের আরেকজন যাত্রী বলেন, ছুটি না পেয়ে ঈদে বাড়ি যেতে পারিনি। এখন আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। আব্বু-আম্মুকে দেখতে পাবো, তাদের সঙ্গে সময় কাটাতে পারবো। এসব ভেবে খুবই ভালো লাগছে।
বিআরইউ