প্রেস সচিব

অমঙ্গল দূর হয়ে গেছে, নির্মিত হচ্ছে নতুন বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:৩৪ এএম
অমঙ্গল দূর হয়ে গেছে, নির্মিত হচ্ছে নতুন বাংলাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি। এখনও যেটুকু অশুভ অবশিষ্ট আছে, তাও অচিরেই দূর হয়ে যাবে।

সোমবার সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নতুন বাংলাদেশে নববর্ষের উৎসব এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। সকাল থেকে আমরা সবাই খুব আনন্দে আছি এবং উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ছিল—সমতল ও পাহাড়ের সব জাতি-গোষ্ঠী একসঙ্গে মিলেমিশে আনন্দ করবে, সেই ইচ্ছা বাস্তবায়ন হয়েছে।”

এ সময় দেশের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

ইএইচ