ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০১:২৭ পিএম
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়।

এসময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

সিটি কলেজে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিতে দেখা গেছে। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।

এদিকে, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম উপস্থিত হয়েছেন।

বিআরইউ