রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান কার্যালয়সহ দেশের ৩৬টি জেলা ও উপজেলা কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এ অভিযান।
দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচা থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এলজিইডির এসব কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে দুদক।
এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার কার্যালয়েও একযোগে অভিযান চালিয়েছিল সংস্থাটি। তখন ঘুষ গ্রহণ, অতিরিক্ত ফি আদায়, গ্রাহকদের হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালিত হয়।
দুদকের এই ধারাবাহিক অভিযান দেশের সরকারি প্রতিষ্ঠানে সেবার মান নিশ্চিত এবং দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআরইউ