বাগাতিপাড়ায় ভেজাল গুড় জব্দ ও জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৬:০৫ পিএম
বাগাতিপাড়ায় ভেজাল গুড় জব্দ ও জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে শামিম আহমেদ নামে এক কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ২১'শ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত গুড় গুলো বিহারকোল বাজারের পাশে বড়াল নদীতে ফেলে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঁওপাড়ায় শামিম আহমেদ নামে একজনের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ বিশ-ত্রিশ হাজার টাকা মূল্যের আখের ভেজাল গুড় জব্দ করা হয়।

আখের রস ছাড়াই বিষাক্ত কেমিক্যাল ও চিনি দিয়ে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে কারখানা মালিকের (শামিমের) ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা গুড় বড়াল নদীতে ফেলে ধংশ করা হয়। ভেজাল বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমারসংবাদ/এআই