সরিষাবাড়ীতে ১৮ বছর পর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৩:১৪ পিএম
সরিষাবাড়ীতে ১৮ বছর পর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে সরিষাবাড়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৮ বছর পর মঙ্গলবার বিকেলে সানাকৈর বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। 

ইউপি চেয়ারম্যান একে এম আনিছুর রহমান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, যুগ্ন-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এবং প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ডা: হারুন অর রশিদ। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে পরে ঘোষণা দেয়া হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা। 

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএস