মার্কস একটিভ স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০৫:০৭ পিএম
মার্কস একটিভ স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধন

দেশব্যাপী (৬৪ জেলার স্কুল) মার্কস একটিভ স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজবাড়ীতেও এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ রাজবাড়ী। 

সোমবার (৪ জুলাই) সকালে ঢাকা থেকে সরাসরি সম্প্রচারকৃত দেশব্যাপী স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পুলিশ রাজবাড়ী পুলিশ লাইনস্ এর ড্রিলশেডে প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা সহ এক অনুষ্ঠানের আয়োজন করে। 

ঢাকাতে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) ডঃ বেনজীর আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রমূখ। অন্যান্য জেলার মতো এ অনুষ্ঠানে সংযুক্ত ছিল রাজবাড়ী জেলাও। 

এসময় দেশের  ৬৪ জেলার মতো উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থেকে রাজবাড়ী জেলায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু বিপিএম পিপিএম, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, অতিরিক্ত সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস পুলক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল প্রমূখ।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে ১১ টি স্কুলের ২৪ জন শিক্ষার্থী  সহ অভিভাবকগণ অংশগ্রহণ করেন। এসকল শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সেরা দাবা খেলোয়ার।

কেএস