সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০৭:৫৪ পিএম
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারী আটক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীরা হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে। আটক শিকারীদের সোমবার (৪ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। রোববার গভীর রাতে বনের চরখালী এলাকা থেকে একটি ট্রলার ও এক বস্তা নাইলনের তৈরী ফাঁদসহ চার শিকারীকে আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে নিয়মিত টহলকালে শরণখোলা রেঞ্জের চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা পাঁজরাফুটা খালে একটি ট্রলার দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে চার ব্যক্তিসহ ট্রলারটি আটক করে। বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে এক বস্তা নাইলনের তৈরী হরিণধরা ফাঁদ জব্দ করে। 

আটক ব্যক্তিরা হচ্ছে, হাবিবুর রহমান, হাসান খা, এমাদুল ও মোঃ খাইরুল। এদের বাড়ী পাথরঘাটার কাঠালতলী গ্রামে। আটককৃতরা সুন্দরবনে অবৈধভাবে ফাঁদ পেতে হরিণ শিকারের জন্য বনে প্রবেশ করেছিলো বলে বনরক্ষীরা জানিয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ শহিদুল ইসলাম বলেন, সুন্দরবনে হরিণ শিকারের প্রাক্কালে আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

কেএস