সরিষাবাড়ীতে ২৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৭:১৪ পিএম
সরিষাবাড়ীতে ২৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী 

জামালপুরের সরিষাবাড়ীতে প্রবাসীর মেয়ে দশম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার মীম (১৫) অপহরণের ২৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহৃতা মারিয়া আক্তার মীম সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোজাম্মেল হক এর মেয়ে ডোয়াইল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে একই গ্রামের বাবলু মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) প্রেমের প্রস্তাব দিলেও মারিয়া তা প্রত্যাখান করে। একপর্যায়ে বিষয়টি উভয় পরিবারের মাঝে জানাজানির একর্পায়ে ২০২২ সালের গত ২৬শে জুন বিদ্যালয়ের সামনে থেকে মারিয়াকে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নিয়ে যায়। এ নিয়ে এলাকার সচেতন মহল ও শিক্ষার্থীর পরিবারবর্গ মারিয়াকে দ্রুত উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় অপহৃতার মা মুক্তা বেগম বাদী হয়ে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) কে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ পুর্বক ও অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। সরিষাবাড়ী থানার মামলা নং- ২৩, তারিখ:-৩০/০৬/২২ইং।

সরিষাবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল মজিদ বলেন, স্কুল ছাত্রী অপহরণের ঘটনার পর তারা কোন মোবাইল ফোন ব্যাবহার না করায় তাদের অবস্থান জানতে না পারায় উদ্ধার করতে সক্ষম হইনি। ভিকটিমের মোবাইল নম্বর পাওয়া গেছে। মোবাইল টেকিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কেএস