ফেনীর চার উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৫:৪২ পিএম
ফেনীর চার উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

ফেনীর চার উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কার্যক্রমের উদ্বোধন করে ফেনীর চার উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

ভূমিহীনমুক্ত ফেনীর উপজেলাগুলো হচ্ছে- ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী।  

উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী প্রান্ত থেকে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান, ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়া অংপ্রু মার্মা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপে ফেনী সদর উপজেলায় ২২টি, সোনাগাজী উপজেলায় ২০০টি, ছাগলনাইয়া উপজেলায় ২টি, দাগনভূঞা উপজেলায় ১৬৬টি, পরশুরাম উপজেলায় ১৯টি ও ফুলগাজী উপজেলায় ২৪টি  ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। 

এর আগে প্রথম দফায়ও জেলায় ৮৩২টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়। 

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরবর্তীতে দাগনভূঞা ও সোনাগাজীর আরও ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হবে।

তারপরও কেউ যদি নতুন করে গৃহহীন হয় বা নতুন করে আবেদন করে তাহলে পর্যায়ক্রমে তাদেরও ঘর দেওয়া হবে। সবগুলো ঘর হস্তান্তরের পর পুরো জেলা গৃহহীনমুক্ত হবে।


আমারসংবাদ/টিএইচ