‘উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে সরকার’

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ০৮:৩৫ পিএম
‘উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে সরকার’

চাঁদপুরের কচুয়ায় মহিলা আওয়ামী লীগের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলােই) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলালীগের আহবায়ক সালমা শহীদের সভাপ্রধানে ও যুগ্ম আহবায়ক কাজল রেখার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার  প্রায় অর্ধেকরও বেশী নারী। নারীদেরকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত  করতে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারী পুরুষের সমতার ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর জেলা মহিলালীগের সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলালীগের সদস্য নাজমা আক্তার, মরিয়ম আক্তার, ইউপি সদস্য মোর্শোদা বেগম, কড়ইয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি শামসুন্নাহার, কচুয়া উত্তর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম ও মহিলা নেত্রী রুনা আক্তার প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের মহিলালীগের শত শত নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএস