নীলফামারীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৯:০০ পিএম
নীলফামারীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু

জেলার সদর উপজেলার কচুকাটা ও চাঁদেরহাট নামক স্থানে শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৃষ্টির সময় নিহত দুইব্যক্তি বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপণের জন্য হাল চাষ ও সেচের জন্য নালা তৈরি করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুইব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

পরে আইনি প্রক্রিয়া শেষে দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আমারসংবাদ/টিএইচ