ধামইরহাটে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ আটক ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৫:১৫ পিএম
ধামইরহাটে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ১০২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. ফরিদ হোসেন (৫২) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (৩১ জুলাই) দুপুরে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি উপজেলার বাদাল চাঁনপুর গ্রামের মৃত তছলিম সরকারের ছেলে।

প্রস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার জয়পুরহাট  হতে আক্কেলপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ১০২ বোতল ফেনসিডিলসহ আসামি মো. ফরিদ হোসেন (৫২)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

কেএস