কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে পড়ে গিয়ে দিগন্ত (৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সাড়ে ৩ ঘটিকায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের বাসিন্দা বিমল চন্দ্রের (নানা) পুকুরে সাতার না জানা দিগন্তের মরদেহ পাওয়া যায়। দিগন্তের অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কুড়িগ্রাম সদর উপজেলার বৈরাগির বাজার নামক এলাকার মিঠুন চন্দ্র রায়ের একমাত্র ছেলে দিগন্ত।
এলাকাবাসীরা জানান, নিহত দিগন্ত দুপুর ১টা হতে নিখোঁজ। তাকে আশপাশের কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা। কোথাও খুঁজে না পেয়ে বাড়ীর সামনে পুকুরে পানিতে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে পুকুরের মাঝে পানিতে তলিয়ে থাকা অবস্থায় দিগন্তের নিথর দেহের সন্ধান মিলে।
এলাকাবাসীরা আরও জানান, দিগন্ত তার মায়ের সঙ্গে মায়ের মামা বিমল চন্দ্রের বাড়ীতে বাচ্চার মুখেভাত (অন্নপ্রাশন) অনুষ্ঠানে আসে। দুপুরের মা দিপালি ছেলে দিগন্তকে না পেয়ে বাড়ীর আশপাশ খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে পুকুরের পানিতে তলিয়ে থাকা দিগন্তের মরদেহ পাওয়া যায়।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
কেএস