শ্রীপুরে মাঠ দিবস পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৪:১৮ পিএম
শ্রীপুরে মাঠ দিবস পালিত

মাগুরার শ্রীপুরে ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা ও ড্রাগন ফার্টিলাইকার বাংলাদেশ লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন সুষম সার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় রবি-১ পাটের মাঠ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কানাডা ও ড্রাগন ফার্টলাইজার বাংলাদেশ লিমিটেডের বাস্তবায়নে ও ক্যানপোটেক্স লিমিটেড, কানাডার অর্থায়নে উপজেলার চন্দ্র পাড়াগ্রামের গোপালপুর ব্লকে এ মাঠ দিবস পালিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুপালি খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় ও কনসালট্যান্ট, ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেডের গবেষণা কর্মকর্তা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেডের প্রোজেক্ট ম্যানেজার মো. তারিকুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি উপসহকারী অনন্ত কুমার বিশ্বাস, প্রদর্শনী প্লটের কৃষক হারুন  কাজী, প্রতিবেশী কৃষক নবুয়্যত শেখ প্রমূখ।

কেএস