স্বামী-ছেলের বউয়ের উপর রাগ করে নারীর আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৬:২০ পিএম
স্বামী-ছেলের বউয়ের উপর রাগ করে নারীর আত্মহত্যা

দিনাজপুরের ঘোড়াঘাটে বিষপান করে সারভানু (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার সিংড়া ইউপির দক্ষিণ দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সারভানু ওই গ্রামের ফাত্তার মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামী ও ছেলের বউয়ের সাথে পারিবারিক কলহকে কেন্দ্র করে শনিবার দুপুরে নিজ ঘরে তিনি কীটনাশক জাতীয় বিষপান করে। বিষয়টি কেউ বুঝে উঠার আগেই তিনি মারা। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে দুপুর ২টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। আমরা অপমৃত্যুর একটি মামলা করেছি।

কেএস