কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৪:৩০ পিএম
কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ও অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।

রোববার (৭ আগস্ট) সকাল ৯ টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে চিৎকিসা সেবা কার্যক্রম শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ এর আয়োজন করেন।

পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই দরিদ্র শ্রেনীর লোকজন। তাদেরকে চিকিৎসা প্রদান করেছে বরিশাল শাখার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ডা.বেনজির বুশরা। পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি চুক্ষ সেবা চলমান থাকবে।

কেএস