স্ত্রীর সন্ধান পেতে প্রবাসীর পুরস্কার ঘোষণা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৩:১০ পিএম
স্ত্রীর সন্ধান পেতে প্রবাসীর পুরস্কার ঘোষণা

নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাবার বাড়ি থেকে সানজিদা ইসলাম মরিয়মের (২১) নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। চলতি বছর ১০ ফেব্রুয়ারি নিখোঁজ হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। কারো হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে কিনা! সে বিষয়ে পুলিশ এবং পরিবারের কারো কাছেই কোনো তথ্য নেই। অজ্ঞাত প্রতিপক্ষরা অপহরণ করে গুম করেছে কিনা- এমন শঙ্কা প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী এম মিয়া।

জানা গেছে, নিখোঁজের দিন মরিয়মের পিতা রফিকুল ইসলাম রফিক বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। প্রবাসীর স্ত্রী টিকটকে আসক্ত ছিলেন। স্বামী আমেরিকা প্রবাসী হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন সানজিদা।

প্রবাসী এম মিয়া অভিযোগ করেন, থানায় জিডি করার পরও পুলিশের অনুসন্ধান তৎপরতায় তেমন আগ্রহ ছিল না। ৭ মাসেও নিখোঁজ স্ত্রীর সন্ধান মেলেনি। সে বেঁচে আছে, নাকি মারা গেছে! কোনো তথ্য নেই। থানায় জিডি করার পর পুলিশের কর্তব্য অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাওয়া। তথ্যপ্রযুক্তির এ যুগে একজন নিখোঁজ মানুষকে খুঁজে পেতে পুলিশ কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন আমেরিকা প্রবাসী।

এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি এই থানায় নবাগত।

তবে প্রবাসীর স্ত্রী নিখোঁজের বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন।  এদিকে কেউ নিখোঁজ স্ত্রীর সন্ধান দিলে সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রবাসী। যোগাযোগ +১৪৭০৭৯৬২৪২৯ (হোয়াটসঅ্যাপ), ০১৭৫২৮৯৫৯৭৫ (মোবাইল)।

আমারসংবাদ/এসএম