চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ডিলারকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৭:৩৭ পিএম
চুয়াডাঙ্গায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ডিলারকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার প্রতি বস্তায় ৫৫০ টাকা অতিরিক্ত মূল্য সার বিক্রির অভিযোগে বিসিআইসি অনুমোদিত সারের ডিলার মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্সকে ১ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।

মঙ্গলবার (১৬ আগস্ট) এ জরিমানা করা হয়।

এর আগে গত ৩ আগস্ট এই ডিলারকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির জন্য ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছিল।

এসময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার পরিচালক সজল আহমেদ বলেন, জনস্বার্থে এই করকম অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এসএম