অভিমানে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৬:৩৬ পিএম
অভিমানে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

জয়পুরহাটের কালাই উপজেলায় পিতা-মাতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মেহেদী হাসান ওই গ্রামের শামসুল ফকিরের ছেলে ও মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বিয়ের জন্য পরিবারকে চাপ দেয় মেহেদী হাসান। নতুন বাড়ি নিমার্ণের জন্য বিয়ে দিতে রাজি ছিল না মেহেদীর পরিবার। কিন্তু বুধবার রাতে ব্যক্তিগত কাজের জন্য কিছু টাকা চায় পরিবারের কাছে; টাকা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেহেদী হাসান। তবে এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ ছিল না।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায়  ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। পরে ওই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কেএস