এতিমদের মাঝে সউফের কুরআন বিতরণ

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৬:৫৪ পিএম
এতিমদের মাঝে  সউফের কুরআন বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কুরআন শরিফ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ)।

বুধবার ( ২৪ ই আগস্ট ) দুপুরে উপজেলার সউফের প্রধান কার্যালয় বজরা কঞ্চিবাড়ী বাজারে  বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম কঞ্চিবাড়ী ইউনিয়নের ২ টি হাফেজি মাদ্রাসায় ২৫ টি করে যথাক্রমে ৫০ টি এতিম বাচ্চাকে কুরআন শরিফ উপহাট দেয়।

সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরামের (সউফ) সদস্য মোঃ সুজা মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মোখলেছুর রহমান।

কুরআন শরিফ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুর রহমান বলেন, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরামের এতিম বাচ্চাদের মাঝে কুরআন বিতরণ করছে। এতিম বাচ্চাদের কুরআন পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তাদের কার্যক্রমগুলো সুন্দরগঞ্জের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে বিশ্বাস করি।

বিশেষ অতিথির বক্তব্য কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, সউফ নলকূপ বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে। এতিমদের মাঝে কুরআন বিতরণ আমার এলাকায় এই প্রথম দেখলাম। সুন্দরগঞ্জকে পরিবর্তন করতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনদেরও এগিয়ে আসতে হবে।

এছাড়াও অনুষ্টানে এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ) এ যাবৎ বিভিন্ন সময়  নলকূপ বিতরণ,  অজুখানা প্রদান, ফুড প্যাকেজ, ইফতার, এতিমদের পোষাক বিতরণ,  হুইল চেয়ার বিতরণ করেছে। সউফ সুন্দরগঞ্জের ৯ টি ইউনিয়নে তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।