মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৭:৫৩ পিএম
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে কলমাকান্দা শহরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে শহরের সোহাগ চালের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা, দেবনাথ স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৫ হাজার টাকা, সৌরভ হোটেল এন্ড রেস্টুরেন্টকে  অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রক্রিয়াকরণ করায় ৫ হাজার টাকা, সংকর স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার ও ভাই ভাই ডিমের আড়ৎকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ধারায় এক হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা  জরিমানা করা হয়।

এছাড়া চাল, ডাল, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজীয় পন্য বাজার দর তদারকি করা হয়।

সহকারী পরিচালক ওসমান গনী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিনিয়ত বিভিন্ন উপজেলায় বাজার মনিটরিংসহ অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলবে।

কেএস