ধর্মপাশায় ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৮:২৮ পিএম
ধর্মপাশায় ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জিংলীগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেছে বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার মেডিকেল টিম। বুধবার বিদ্যালয় চলাকালে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৮০ জন শিক্ষার্থীর ওজন পরিমাপ, উচ্চতা মাপা, উচ্চতা অনুযায়ী ওজনের সঠিকতা পরিমাপ নির্ণয় করা হয়।

ক্ষুদে ডাক্তার মো. তাছনীমুল হাসান শাহীরের নেতৃত্বে ইমু, আছমা, ঝিনুকা, সাকিব, জিজানের যৌথ প্রচেষ্টায় মেডিকেল টিম পরিচালিত হয়।

মেডিকেল টিমকে সার্বিকভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান সুহেল, ফাহমিদা আক্তার পলি, জেরিন তাছনিম, মো. সাইকুল ইসলাম ও সানজিদা খানম পিয়া।

শিক্ষকেরা জানান, প্রতি বছরই ক্ষুদে ডাক্তার মেডিকেল টিমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। মূলত ক্ষুদে ডাক্তারগণের মাধ্যমে ওভার ওয়েট, আন্ডার ওয়েট পরিমাপ, অপুষ্টি, নখ কাটা, প্রতিদিন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এই ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্ষুদের ডাক্তার টিমের কেউ কেউ ভবিষ্যতে সত্যিকারের চিকিৎসক হবে এমনটাই প্রত্যাশা শিক্ষকদের।

আমারসংবাদ/এসএম