দোহারে প্রশাসনের অভিযান, চায়না জাল পুড়িয়ে ধ্বংস

দোহার (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৯:২০ পিএম
দোহারে প্রশাসনের অভিযান, চায়না জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকার দোহারে চায়না জাল দিয়ে তৈরি অবৈধ দোয়াইর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের পাশের অবৈধ দোয়াইর কারখানায় অভিযান চালান দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মুস্তাফিজুর রহমান।

কারখানাটিতে অভিযান করে প্রায় পাঁচ লাখ টাকার নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ করে মৈনটঘাট এলাকায় নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে কুসুমহাটি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপর পাশে পরিত্যক্ত একটি মুরগির খামারের ভিতরে কিছু অসাধু ব্যবসায়ীরা গোপনে তৈরি করছিলো এ চায়না দোয়াইর। এই চায়না দোয়াইর ব্যবহারে দিন দিন দেশের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে।

এসময় দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. লুৎফুন্নাহার উপস্থিত ছিলেন।

এসএম