আখাউড়ায় সামাজিক-সম্প্রীতির সভা অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৬:৪১ পিএম
আখাউড়ায় সামাজিক-সম্প্রীতির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সামাজিক-সম্প্রীতি রক্ষা, সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, আখাউড়ার থানার উপপরিদর্শক মোঃ সালেক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নিজ নিজ এলাকায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করার কথা বলেন। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে সকলকে কাজ করতে আহ্বান জানান। সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলকে কাজ করতে বলা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

সামাজিক-সম্প্রীতির সভায় বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদের ইমাম, ধর্মীয় নেতা সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

কেএস