বরিশালে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৫:৩৬ পিএম
বরিশালে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা

বরিশালে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়ক রোডস্থ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার শুভ উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন ও সিনিয়র সেশন অফিসার মোহাম্মদ হিরনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম। কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগণের জান-মাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব কর্তব্যর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ কর্মশালা ও মহড়ায় ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও বরিশাল জোনের সকল পর্যায়ের সদস্যরা অংশ গ্রহণ করেন।

এসএম