কবির হাটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৪:০৩ পিএম
কবির হাটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন, ধর্ষণ, যৌতুক, পারিবারিক কলহ, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, জুয়া, পেজবুক, বাল্য বিবাহ, টিকটিক ইত্যাদি প্রতিরোধ কল্পে “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কবিরহাট পৌরসভার আয়োজনে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, নোয়াখালী পুলিশের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ অঙ্গীকার সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে আমরা কাজ করছি।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডকে এক একটি বিট নির্ধারণ করেছি। নির্ধারিত বিট অফিসাররা তার এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গকারী, দুষ্কৃতকারীদের তথ্য নিবে। সহজে অপরাধ প্রতিরোধ করা যাবে। দায়িত্বশীল অফিসার তার এলাকার জনতার সাথে মিলেমিশে কাজ করলে অপরাধ প্রবণতার মাত্রা কমে যাবে।

বিট পুলিশিং সমাবেশে আরও বক্তব্য দেন- কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা, পৌর মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোর্তাহীন বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, নজির আহমদ,
কবির হাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন প্রমুখ।

এসএম