লোহাগড়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

লোহাগড়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৫:০৬ পিএম
লোহাগড়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইলের লোহাগড়ায় উপজেলা পরিষদ হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে লোহাগড়া পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আজগর।

তিনি বলেন, আমাদের উপজেলায় ১৪৮টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সকলকে সতর্ক থাকতে হবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বরদেরকে সর্বদা তদারকি করবে। কোন সমস্যা মনে হলে তাৎক্ষণিক প্রসাশনকে অবহিত করবে। তাছাড়া সার্বক্ষণিক ভাবে পুলিশ, আনসার ও ভিডিপি নিরাপত্তায় কর্মরত থাকবে।

এসময় আরো বক্তব্য রাখেন-লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব  সৈয়দ মসিয়ুর রহমান,উপজেলা ভাইচ চেয়ারম্যান বি এম কামাল হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হামিদ , লোহাগড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, দিঘোলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার তাসলিমা বেগম, বাবু সাধন চন্দ্র  প্রমুখ। 

এআই