‘বাংলাদেশের সম্প্রীতির বন্ধন বিশ্বে নজীরবিহীন’

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৭:২০ পিএম
‘বাংলাদেশের সম্প্রীতির বন্ধন বিশ্বে নজীরবিহীন’

শারদীয় দূর্গাউৎসবের বিজয় দশমী উপলক্ষে এনায়েত বাজার গোয়ালপাড়া হাজারী পুকুরে বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে প্রতিমা বির্সজন কালে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বাংলাদেশের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা যেভাবে পারস্পরিক সহাবস্থান তা বিশ্বের বুকে নজিরহীন। সম্পীতির যে পরিবেশ বাংলাদেশে বিরাজমান তা আমাদের গর্ব করার মতন।

তিনি আরো বলেন, আর তা সম্ভবপর শেখ হাসিনার দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধুর আদর্শ হলো অসাম্প্রদায়িক। আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকার ক্ষমতায় আছে বলে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙ্গালীই হউক আমাদের আসল পরিচয়।

এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু ,সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, মোঃ ঈসমাইল মনু, মানিক ঘোষ, অশোক ঘোষ, বিপু ঘোষ বিলু, সহোদেব ঘোষ, গীতা র্রুদ্র, মিনা চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, সুজিত ঘোষ, মো. একরামুল্লা, দিপু নাথ, গোপাল ঘোষ, রতন ঘোষ, মোরশেদ আলম,  একে মাসুদ, মোঃ ফরিদ, রাজু ঘোষ, বিকাশ ঘোষ, রকি ঘোষ সহ এনায়েত বাজারের ১৪ টি পূজা মন্ডপ যথাক্রমে এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারি কলোনী সনাতন ধর্ম দূর্গাপূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া বাবুলাল ঘোষ পূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া মহিলা সমিতি পূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া শিল্পী সংঘ পূজা উদযাপন পরিষদ, মঙ্গলময়ী কালীবাড়ি পূজা উদযাপন পরিষদ, ব্রজধাম দূর্গা মন্দির পূজা উদযাপন পরিষদ, রেলওয়ে কর্মকর্তা দূর্গাপূজা উদযাপন পরিষদ হাসপাতাল কলোনী, ১নং এনায়েত বাজার দূর্গাপূজা উদযাপন পরিষদ (সংগীত পরিষদ), জুবিলী রোড পূজা উদযাপন পরিষদ, লাভ লেইন দয়াময়ী কালী বাড়ী দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্হিত ছিলেন।

কেএস