আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের নিকলীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাঠ চষে বেড়াচ্ছেন সদস্য পদপ্রার্থীরা। প্রতিটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে প্রার্থীরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন হাটে-বাজারে ঘুরে ঘুরে প্রার্থীদের নিজ নিজ অবস্থান জানান দিয়ে যাচ্ছেন।
নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ মোট ভোট সংখ্যা ৯৩টি। এ উপজেলা থেকে সদস্য পদে ২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সদস্য পদে নিকলী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন বাতেন টিউবওয়েল মার্কা এবং নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের সঙ্গে কথা বললে জানা যায়, প্রার্থীদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য মো. জাকির হোসেন বাতেন (টিউবওয়েল প্রতীক) এলাকার সুপরিচিত ব্যক্তি হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্যতা রয়েছে। এদিকে পিছিয়ে নেই দামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের (তালা প্রতীক)।
এসএম