নান্দাইলে ডাকাতির ঘটনায় আটক ৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৭:০৩ পিএম
নান্দাইলে ডাকাতির ঘটনায় আটক ৪

সম্প্রতিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক টিম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চারজন ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত চারজনকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। নান্দাইল মডেল থানা পুলিশ এ রিমান্ডের আবেদন জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-  নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের রমজান বেপারীর পুত্র জসিম বেপারী (৩৫), শেখ রিফাজ উদ্দিনের পুত্র শেখ সুজন (৩৩), সায়েদ মোল্লার পুত্র সামসু উদ্দিন মোল্লা (৩৫) ও একই উপজেলার রাজাপুর গ্রামের রাজা আলীর পুত্র আসাদুল(২৫)।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর/২২ইং শনিবার রাতে নান্দাইল সদর বাজারের ২টি স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ গ্রেপ্তারের ঘটনা ও রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম