পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন জামে মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক সংগঠনকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার ৪৮টি প্রতিষ্ঠান-কে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন করার জন্য পার্বত্য জেলা পরিষদের পক্ষথেকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলার ৪৮টি প্রতিষ্ঠান-কে বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এলাকার চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন হারে (সর্বোচ্চ ৫০হাজার এবং সর্বনিম্ন ১০হাজার টাক) আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ্ মাহমুদ উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক তুলেদেন।
কেএস