ভৈরবে ২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ভৈরব প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৫:০৮ পিএম
ভৈরবে ২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় ইলিশ শিকারের অপরাধে ৯ জেলে আটক ১৮ হাজার টাকা জরিমানা এবং ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৭০টি রিং জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোর থেকে মেঘনা নদীতে অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৭০টি রিং অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ দুপুরে নৌ-থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।

মৎস্য অফিস সূত্রে জানাযায়, ভোর থেকে ভৈরব নৌ-থানা পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ করে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ ও মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেয়।

এ সময় ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদুর রহমান ও মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সাথে ছিলেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধিতে সুযোগ সৃষ্টির জন্য অবৈধ এসব কারেন্ট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসএম