ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ব্যতিক্রমী প্রচারণা

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৬:২৮ পিএম
ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ব্যতিক্রমী প্রচারণা

প্রতীকী ডেঙ্গু মশা বাইরে রেখে মশারির মধ্যে অবস্থান করে জনসচেতনতার প্রচারণা চালিয়েছেন সাইফুল্লাহ নবীন নামে এক অঙ্কন শিল্পী ও লেখক।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রচারণা চালান তিনি।

‘ঘরবাড়ি পরিষ্কার রাখুন, ডেঙ্গু মশা ধ্বংস করুন’-শ্লোগান সংবলিত একটি প্ল্যাকার্ড নিয়ে বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে মশারি টাঙিয়ে এর ভেতরে অবস্থান নেন সাইফুল্লাহ নবীন। নিজের হাতে তৈরি একটি প্রতীকী মশা রাখেন মশারির বাইরে। দীর্ঘ দুই ঘণ্টা প্ল্যাকার্ড নিয়ে মশারির মধ্যে অবস্থান করেন তিনি। একপর্যায়ে তিনি প্ল্যাকার্ডটি মশারির সাথে টাঙিয়ে দেন। বহু মানুষ তার এই প্রচারণা অবলোকন করেন।

অভিনব এই প্রচারণার বিষয়ে সাইফুল্লাহ নবীন বলেন, দেশে ডেঙ্গু মশার প্রভাব বাড়ছে। শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব এবং এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রচারণা চালিয়েছেন তিনি। ডেঙ্গু থেকে মুক্তি পেতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। মঙ্গলবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে পরিচালক কার্যালয়ের একটি সূত্র।

কেএস