হাতিয়ায় অবৈধ তেল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৭:৫৪ পিএম
হাতিয়ায় অবৈধ তেল জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২৮০০ (১৪ ব্যারেল) লিটার অবৈধ ডিজেল ও পামওয়েল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর) ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, হাতিয়া স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে ২০০০ লিটার ডিজেল এবং ৮০০লিটার অবৈধ পামওয়েল জব্দ করা  হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিজি স্টেশন হাতিয়া।

পরে জব্দকৃত অবৈধ তেলসমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর বরাবর প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল।

তিনি বলেন, এই অসাধু ব‍্যবসায়ীদের ফলোআফ করে আটকের চেষ্টা চলছে।

কেএস