শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১১:৩৯ এএম
শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শার গাজীপাড়া সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯ পিস সোনার বারসহ কওছার আলী (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শনিবার (২৯ অক্টোবর) রাত ১০ টায় তাকে আটক করা হয়।

আটক আসামি শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কওছার আলী।

২১ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শনিবার রাতে শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবির উপ অধিনায়ক মেজর ফরিদ আহমেদ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার গাজীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম। মূল্য ৭২ টাকা ২০ হাজার টাকা।

এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবির সদস্যরা। যার সিজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা। সোনাসহ আটক আসামি কওছারকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

কেএস