কাপ্তাইয়ে অজগর সাপ অবমুক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৩:৫৩ পিএম
কাপ্তাইয়ে অজগর সাপ অবমুক্ত

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪১ বিজিবি অফিস এবং শহরের কলেজ গেইট এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি অজগর সাপকে অবমুক্ত করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এই সাপগুলোকে উদ্ধার করে কাপ্তাই ফরেস্ট রেঞ্জে নিয়ে যাওয়া হয়। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীণ অরণ্যে এই অজগর সাপগুলো অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে একটি প্রায় ৮ ফুট এবং অন্যটি প্রায় ৭ফুটের মতো। সোমবার সকালে অজগর সাপগুলো কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তের সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ফরেস্টার মোঃ আবু বক্কর, গিয়াস উদ্দিন, মোঃ আক্তার হোসেনসহ স্থানীয় স্হানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

কেএস