কেন্দুয়ায় ডিজিটাল মেলার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০২:৩৮ পিএম
কেন্দুয়ায় ডিজিটাল মেলার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

"উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে "ডিজিটাল  উদ্ভাবনী  মেলা ২০২২" আয়োজন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পর্যায়ে "ডিজিটাল উদ্ভাবনী মেলা" সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।

ডিজিটাল মেলার সভাপতি  ইউএনও কাবেরী জালাল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ১০ নভেম্বর কেন্দুয়া উপজেলা ডিজিটাল মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে গতবারের চেয়ে আরো কিভাবে সুন্দরভাবে পালন করা যায়, সে ব্যাপারে  সকলকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।    

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, থানার অফিসার ইন চার্জ মোঃ আলী হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম শাহজাহান কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, মো. ফজলুর রহমান, মো.লুৎফর রহমান,কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক মো. বদিউজ্জামাল বকুল, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন,  উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিকবৃন্দসহ সুধীজন।

কেএস