টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ১৮ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ২১তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে তাফসীর পেশ করতে আসবেন দেশের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান।
মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার আয়োজনে (শুক্রবার-শনিবার ও রোববার) মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মাহফিলের প্রথম দিনে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে
মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ।
এছাড়া দ্বিতীয় রজনীতে ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইনের সভাপতিত্বে প্রধান তাফসীর পেশ করবেন, হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এদিন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। তৃতীয় অর্থাৎ মাহফিলের শেষ রজনীতে টাঙ্গাইলের বাজিতপুর জামিয়া আরাবিয়া মাহমুদিয়া মদিনাতুল উলুম মাদরাসার মুফতী সামছুল হকের সভাপতিত্বে প্রধান তাফসীর পেশ করবেন, ঢাকার বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও দারুল উলুম রাহমানিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা হাসান জামিল।
মাহফিলের উদ্বোধন করবেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।
ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন জানান, মাহফিলের প্রস্তুতি প্রায় শেষের দিকে। মাহফিলের শেষ রজনীতে উক্ত মাদরাসার ৭ হাফেজ ছাত্রকে পাগড়ী-দিস্তার বন্দি দেয়া হবে।
কেএস