নির্বাচন পরিচালনা কমিটির অধীনে ও সংগঠনটির সকল সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বণিক বার্তা ও ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জি, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি এইচ.এম মোকাদ্দেস ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও ঢাকা পোস্ট ডট কম এর জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিকদের নিয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এই নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
সংগঠনটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি সিটিজেন টাইমসের জেলা প্রতিনিধি টি.এম.এ হাসান ও যুগ্ন-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের কণ্ঠ`র জেলা প্রতিনিধি রেজাউল করিম খান।
এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ পোস্ট এর জেলা প্রতিনিধি এম.এ মান্নান, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগের কথা`র নিজস্ব প্রতিবেদক আলী আশরাফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী বার্তার জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের জনবাণী ও দৈনিক কলম সৈনিকের নিজস্ব প্রতিবেদক মহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জিকো।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সৈয়দ শামীম শিরাজী, দৈনিক আমাদের অর্থনীতির বেলকুচি প্রতিনিধি রেজাউল করীম ও ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি শিফাত আহমেদ খান।
৮ নভেম্বর ২০২২ থেকে আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন। এর আগে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আহবায়ক কমিটি দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে সদস্যদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের সাধারণ সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কেএস