বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা আরো বাড়লো

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৩:৫১ পিএম
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা আরো বাড়লো

বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আবারো বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত অত্রাফিসের পত্রের নং ০৫.৪২০৩০০.৪০৩.১২.০৪৬.২২.৯০৫; ০৪ নভেম্বর, ২০২২ মূলে জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ০৮ নভেম্বর, ২০২২ তারিখের ১৪০/৩১/জিএস(ইন্ট) পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরতঃ বান্দরবান পার্বত্য জেলার রোওয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত  এতদ্ধারা বর্ধিত ঘোষণা করা হয়েছে।  

গণবিজ্ঞপ্তি জারী করেন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

কেএস