মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছেন। বাংলাদেশের ৭৫ ভাগ জনগোষ্ঠী করোনা টিকার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। এটাই বিশ্বের সর্বোচ্চ যা এদেশের জন্য সাফল্যের একটি দিক।
বুধবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জ কালেক্টরেট পির্পারেটরি স্কুলে শিশুদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার ৫০ বছরের অংশীদ্বারিত্ব। প্রাথমিক স্বাস্থ্য খাত ও অন্যন্যো বিষয়ে আমেরিকার বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে দশ কোটি টিকা প্রদান করেছেন। এসময় পিটার ডি হাস বলেন জনস্বাস্থ্য ও জনকল্যাণে আমরা বাংলাদেশকে আরো সহযোগিতা করবো। আর এ সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাস্থ্যসেবায় আরো এগিয়ে যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সিভিল সার্জন ডা: মুশিউর রহমান ও সিটি কপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
কেএস