ফার্মেসিতে বসে রোগীর চিকিৎসা করেন এলএমএফ সনদধারী মোশাররফ হোসেন শেখ। তবে তার সব রোগীই নেশাগ্রস্ত। তাদের নেশার ইনজেকশন দেন মোশাররফ। নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ বাজার থেকে গোপন সংবাদে নেশার ইনজেকশন বিক্রেতা চিকিৎসক ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩ পিচ নেশার জাতীয় ইনশেকশন জব্দ করা হয়।
সোমবার সন্ধ্যায় পূর্বধলা থানার আওতাধীন শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে রোববার রাতে তাদের নেশার ইনজেকশন সহ গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের মোঃ মোশাররফ হোসেন শেখ (৫০), মো. সৈয়দ আনোয়ার হোসেন (৫৮), রাজপাড়া গ্রামের মো. আনিসুর রহমান লিমন (৩৮) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মোঃ সম্রাট মিয়া (২৯)।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, ইনজেকশন জাতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ২৩ পিচ নেশা জাতীয় ইনজেকশন পাওয়া যায়। মোশাররফ এসব ইনজেকশন তার ক্রেতাদের শরীরে পুশ করে। এটাই তার পেশা। বাকি তিনজন তার সহযোগী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএস