হালদায় ইঞ্জিনচালিত নৌকা ও জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৫:০৮ পিএম
হালদায় ইঞ্জিনচালিত নৌকা ও জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ মিঠাপানির হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো সাত হাজার মিটার জাল ও দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর থেকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা হতে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ এলাকা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ইউএনও বলেন, ভোর থেকে হালদায় অভিযান চালিয়ে সাত হাজার মিটার ঘেরাজাল ও ভাসাজাল ও ইঞ্জিন চালিত দুইটি নৌকা এবং বড়শি জব্দ করা হয়। জাল উঠানোর সময় বেশকিছু মা মাছ মুক্ত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র‍্য রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর তদারকি অব্যাহত থাকবে।

অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।

কেএস