নাটোরে আমনে বাম্পার ফলনের আশা

নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৫:৩৩ পিএম
নাটোরে আমনে বাম্পার ফলনের আশা

নাটোরের বিল অঞ্চলে গেলেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সোনালী আমন ধানের ক্ষেতে কৃষকদের কাস্তে চালানোর দৃশ্য। বছরের এই সময়ের জন্য কৃষকেরা অধির আগ্রহে অপেক্ষা করে। এবছরে সম্ভাবনা রয়েছে নাটোরে আমন ধানের বাম্পার ফলন হওয়ার। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রাহায়ন মাস। নতুন ধানের নতুন চালের পিঠা পুলি দিয়ে নবান্নের উৎসব করবে কৃষকেরা। তাই নাটোরের জমিগুলোতে আমন ধান কাটতে ব্যাস্ত তারা।

নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের ভেদরার বিলের কৃষক বাবর আলী, হাশেম, জিয়ারুল সহ অনেকেই জানান তারা যথাক্রমে ১৫ বিঘা, ১২ বিঘা ও ৮ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তারা বিঘা প্রতি ৯ মণ করে ধান পেয়েছেন। এখান থেকে কিছু ধান বিক্রি করে তারা সার বীজের বকেয়া শোধ করবেন। অতিরিক্ত ধানে তাদের সারা বছরের চালের সংস্থান হয়। এই নতুন চালের পায়েস বা পিঠা পুলি করে তারা নবান্ন উৎসব পালন করে।

নাটোর জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে জেলায় ২০২১-২২ মওসুমে ৭২,৬৫৭ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু ৭৩ হাজার ৪৩৩ হেক্টর জমিতে আমন ধান বপন করা হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৭৭৬ হেক্টর  বেশি জমিতে আমন ধান লাগানো হয়েছে। আর এ পর্যন্ত ১২ হাজার ৩৮৭ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। এখন পর্যন্ত  ধানের উৎপাদন হয়েছে ৪২ হাজার ১৮৯ মেঃটন। গড় উৎপাদন হেক্টর প্রতি সাড়ে ৩ মেঃটন। যেখানে ২০২০-২১ মওসুমে ৬৭ হাজার ৭৮৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে আমন ধানের চাষ অর্জিত হয়েছিল।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল ওয়াদুদ জানান, নাটোরে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমরা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এবার সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়া হয়েছে। তাই আমন ধানের রোগ বালাইও কম ছিল।

কেএস