স্কুল বন্ধ রেখে বৌভাত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৫:৫৩ পিএম
স্কুল বন্ধ রেখে বৌভাত

সাতক্ষীরার কলারোয়ার যুগিখালি ইউনিয়নের মমতাজ আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করে ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান করেছেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি এরশাদ আলী। তিনি যুগিখালি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আ.লীগ নেতা।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সরেজমিনে উক্ত স্কুলে গিয়ে দেখা যায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ছেলের বৌ-ভাত অনুষ্ঠানের রান্না-বান্না চলছে এবং স্কুলের মাঠে প্যান্ডেল করে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে পরিদর্শনকালে স্কুলে কোন শিক্ষার্থীর উপস্থিতি চোখে পড়েনি।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উক্ত বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজক বলেন, অনুমতি নিয়েই অনুষ্ঠানটি হচ্ছে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে উত্তর দেয়ার জন্য নির্দেশ দিয়েছি।

কেএস