সিরাজদীখানে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত

সিরাজদীখান প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০২:৪৮ পিএম
সিরাজদীখানে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রবি ২০২২-২৩ অর্থবছরের ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে দুপুর ১২ টার দিকে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খোকন মিয়া,সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জিয়াউল হায়দার হাসেমি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ, মমতাজ মহল,জাহিদ হাসান, মো.শহিদুল ইসলাম সহ আরো অনেকে। উপজেলার ১৭৫০ জন কৃষককে সরিষার বীজ বিতরণ করা হয়।